বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের ধাওয়ায় ছাত্রদলের কর্মসূচি পণ্ড হয়ে গেছে। ছাত্রদল নেতারা বলছেন, তাঁরা মিছিল করে আসার পর ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজ ক্যাম্পাসে লাঠি মিছিল করেন।
আজ শনিবার দুপুরে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ছিল। সেই অনুযায়ী আমরা বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মিছিল করে ফিরে আসি। এ খবর পেয়ে ছাত্রলীগের কিছু নেতা কর্মী কলেজে গিয়ে লাঠি ও হকিস্টিক নিয়ে মিছিল সমাবেশ করে।’
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা বলেন, ‘কলেজ ক্যাম্পাসে উত্তেজনার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এর আগেই ছাত্রদলের নেতা কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে। পরে ছাত্রলীগ সেখানে মিছিল সমাবেশ করে।’