হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়িয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সারিয়াকান্দি উপজেলার বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব (২০) ও মোস্তফার ছেলে আব্দুল মোমিন (২২)।

প্রত্যক্ষদর্শী জানায়, বগুড়া থেকে বিপ্লব ও মোমিন মোটরসাইকেলে যমুনা নদীর কুতুবপুর এলাকায় যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে ধুনট উপজেলার বড়িয়া সেতুর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিপ্লবের মৃত্যু হয়। স্থানীয়রা আব্দুল মোমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। 

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল