শেরপুর: বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাদত হোসেন (৫০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজারের ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহাদত ঢাকার খিলগাঁও এলাকার আব্দুল মোতালেবের ছেলে। তিনি কী কারণে বগুড়ায় এসেছিলেন তা জানা যায়নি।
বানিউল আনাম আরও বলেন, শাহাদত নিজেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান। এরপর একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শেরপুর থানায় দুর্ঘটনাজনিত মামলা করা হবে বলেও জানান তিনি।