বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড়ে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। জন্মের নয় দিনের মাথায় শিশুটি নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা গতকাল রোববার রাতে শিশুটিকে উদ্ধার করে তাঁর মায়ের কোলে ফিরিয়ে দেন। বর্তমানে ১৪ দিন বয়সী শিশুটির পিতৃপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানী শিপন জানান, শিশুকে না পেয়ে গত শুক্রবার থেকে মাজার এলাকায় কান্নাকাটি করছিলেন ওই নারী। পরে জানা যায়, মহাস্থান নামাপাড়া গ্রামের খোকন নামের এক যুবক নিঃসন্তান এক নারীকে শিশুটি লালন পালনের জন্য দিয়েছেন। শিশু হারিয়ে ওই নারী এলাকা তোলপাড় করে ফেলেন। পরে খোঁজখবর নিয়ে ওই যুবকের সন্ধান পাওয়া যায় এবং শিশুটিকে তাঁর কোলে ফিরিয়ে দেওয়া হয়।
বর্তমানে মা ও শিশু মহাস্থান শাহ সুলতান বলখীর মাজারের পাশেই থাকছেন। আজ সোমবার বিকেলে সেখানে গিয়ে শিশুটির নাম জানতে চাইলে, তিনি বলেন, ‘আমার ছেলের নাম তুফান। আমার নাম নাগীন!’
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারী বাচ্চা প্রসবের পর গাছতলায় বসবাস করছেন-এমন সংবাদ পেয়ে রোববার রাতেই তাঁকে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছি। সেখানে তাঁর চিকিৎসা সেবারও ব্যবস্থা করা হবে। নবজাতকের পিতৃ পরিচয় খুঁজে বের করতে থানা-পুলিশকে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।