বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন নওগাঁর ভবানীপুর মোল্লাপাড়া এলাকার নছের আলীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবু মুসা মিয়া বলেন, আজ সকালে বেলাল হোসেন সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেট ব্রিজ এলাকা দিয়ে কোথাও যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এ সময় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।