বগুড়ার শেরপুরে মো. রাসেল শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১০টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
মৃত রাসেল শেখ ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
রাসেলের বড় ভাই শফিকুল ইসলাম বলেন, ‘রাসেল কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। গতকাল মঙ্গলবার রাতে সে তার ঘরে ঘুমাতে যায়। ভোর সাড়ে ৪টায় বাড়ির ছাদে গিয়ে রাসেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান বাবা। পুলিশকে খবর দিলে সকালে এসে তারা মরদেহ উদ্ধার করে। রাসেল বাড়ির ছাদের পিলারে সঙ্গে গামছা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।