বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কোস্টগার্ড সদস্য পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হরিণাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনায় তাঁর মরদেহ পাওয়া যায়।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস. এম তাহসিন রহমান বলেন, মা ইলিশ নিধন বন্ধে অভিযান চালানোর সময় মেমানিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে কোস্টগার্ডের ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় দুজন কোস্টগার্ড সদস্য নদীতে পড়ে যান। অপরজনকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হলেও পারভেজ নিখোঁজ ছিলেন।
পরে আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।