রিশাল নগরীর কীর্তনখোলা নদী থেকে কালাচাঁদ কুমার দাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার নগরীর চাঁদমারী এলাকার কীর্তনখোলা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালাচাঁদ কুমার দাস নগরীর ৮ নম্বর ওয়ার্ড বাজার রোড এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।
বরিশাল সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে।’
তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’