হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে পরিচালকের দায়িত্বে প্রথম সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়। ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের দায়িত্বে একজন সেনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত শেবাচিম হাসপাতালে এই প্রথম পরিচালক পদে সেনা কর্মকর্তা পদায়ন হলেন।

বরিশাল বিভাগের প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। বিভাগের ৬ জেলা ছাড়াও মাদারীপুর ও চট্টগ্রামের সন্দ্বীপের একাংশের মানুষ সেখানে চিকিৎসা নিতে যান। কিন্তু চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিতে প্রতিষ্ঠানটির সেবার মান তলানিতে।

এর আগে আন্দোলনের মুখে শেবাচিম হাসপাতালের তৎকালীন পরিচালক ডা. সাইফুল ইসলাম পদত্যাগ করেন। নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর আগামী রোববার যোগদান করতে পারেন বলে জানা গেছে।

সম্প্রতি নলছিটি থেকে চিকিৎসা নিতে আসা এক ছাত্রের মা মাহমুদা খানম বলেন, সরকারি হাসপাতালে সেবার চেয়ে টাকা গুনতে হয় বেশি। রোগী নিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রলি নিয়ে যিনি আসেন তাকে টাকা দিতে হয়। এরপর বুয়া, ওয়ার্ডবয় সবাই টাকা চান। এমনকি ছাড়পত্র নেওয়ার সময়ও টাকা দিতে হয় ওয়ার্ডে দায়িত্বে থাকাদের। তিনি বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের সেবা বাড়ানোর জন্য সেনাবাহিনীকে ভূমিকা নিতে হবে।

সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু আজকের পত্রিকাকে বলেন, শেবাচিম হাসপাতালে গিয়ে জনসাধারণ সেবা পেতেন না। বহুদিন ধরে তাই একজন দক্ষ পরিচালকের প্রত্যাশা ছিল।

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ