হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের বাগানে মিলল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিহত রাব্বি হাওলাদার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিন দিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি রাত ১টার দিকে রাব্বি বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ২১ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। পুলিশের তদন্তে রাব্বির বাড়ির পাশে গোডাউন এলাকায় বাগানের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

ওসি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে নিহতের ভাই সাব্বির হাওলাদার বলেন, ১৯ জানুয়ারি রাত ১টার দিকে রেজাউল নামের একজনের ফোন পেয়ে রাব্বি ঘর থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে এলাকা থেকে তিনজন পলাতক রয়েছে। আমরা তাদেরই সন্দেহ করছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ভাইকে এর আগেও পূর্বশত্রুতার জেরে তারা ধাওয়া দিয়েছে।

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব