হোম > সারা দেশ > বরিশাল

মারা গেছেন বিসিসির সাবেক মেয়র কামাল

বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামাল মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। 

তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক মেয়র কামাল বিএনপির স্থানীয় পর্যায়ের এতজন প্রভাবশালী নেতা ছিলেন। 

সাবেক মেয়রের ছেলে কামরুল আহসান রূপম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত ১৪ দিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রোববার বাদ জোহর বরিশাল জিলা স্কুল মাঠে বাবার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুসলিম গোরস্থানে দাফন করা হবে।’ 

উল্লেখ্য, আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার সর্বপ্রথম বরিশাল ইউনিয়নের নির্বাচিত কমিশনার ছিলেন। তিনি ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত বরিশাল পৌরসভার প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত নবগঠিত সিটি করপোরেশনের মনোনীত মেয়র ছিলেন তিনি। 

এ ছাড়া ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের মেয়র নির্বাচিত হন মেয়র কামাল। বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। এর আগে বরিশাল মহানগর, পরে জেলা বিএনপির সভাপতি ছিলেন। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫