হোম > সারা দেশ > বরিশাল

পন্টুনে লঞ্চের ধাক্কায় মেঘনায় তলিয়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে মেঘনায় পড়ে যাওয়া নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নারীর স্বজনরা নদীতে তল্লাশি করে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করেন। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সালেহা বেগম (৫৫) উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আব্দুল করিম সিকদারের স্ত্রী। এই দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। সালেহা গতকাল ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তাঁদের আত্মীয় জাহাঙ্গীর সিকদার। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুরাতন হিজলা টার্মিনালে পাতারহাট থেকে আসা ইয়াদ-৩ ও ভাসানচর থেকে ছেড়ে আসা ঢাকা গামী রাজহংস-১০ লঞ্চের ধাক্কা লাগে। তখন সালেহা বেগম লঞ্চে ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে যান। 

তবে রাজহংস-১০ লঞ্চের সুপারভাইজার সোহেল আজকের পত্রিকাকে বলেন, গতকাল লঞ্চে কোনো সিঁড়ি দেওয়া হয়নি। দুটি লঞ্চ টার্মিনালে অবস্থান করছিল। তবে যে নারী নদীতে পড়ে গেছেন তিনি টার্মিনালে পিছলে পড়ে যান। 

এ সংবাদ পেয়ে ঘটনাস্থানে গিয়ে হিজলা ফায়ার সার্ভিস ২ ঘণ্টার চেষ্টায় নারীকে উদ্ধার করতে পারেনি। পরে ওই নারীর স্বজনেরা মেঘনায় তল্লাশি করে রাত সাড়ে ৯টার দিকে নারীকে উদ্ধার করে। তাৎক্ষণিক হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত ঘোষণ করেন। 

হিজলা ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল কালাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হলেও ওই নারীকে পাওয়া যায়নি। পরে তাঁর স্বজনের লাশ উদ্ধার করে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা