হোম > সারা দেশ > বরিশাল

পন্টুনে লঞ্চের ধাক্কায় মেঘনায় তলিয়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে মেঘনায় পড়ে যাওয়া নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নারীর স্বজনরা নদীতে তল্লাশি করে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করেন। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সালেহা বেগম (৫৫) উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আব্দুল করিম সিকদারের স্ত্রী। এই দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। সালেহা গতকাল ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তাঁদের আত্মীয় জাহাঙ্গীর সিকদার। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুরাতন হিজলা টার্মিনালে পাতারহাট থেকে আসা ইয়াদ-৩ ও ভাসানচর থেকে ছেড়ে আসা ঢাকা গামী রাজহংস-১০ লঞ্চের ধাক্কা লাগে। তখন সালেহা বেগম লঞ্চে ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে যান। 

তবে রাজহংস-১০ লঞ্চের সুপারভাইজার সোহেল আজকের পত্রিকাকে বলেন, গতকাল লঞ্চে কোনো সিঁড়ি দেওয়া হয়নি। দুটি লঞ্চ টার্মিনালে অবস্থান করছিল। তবে যে নারী নদীতে পড়ে গেছেন তিনি টার্মিনালে পিছলে পড়ে যান। 

এ সংবাদ পেয়ে ঘটনাস্থানে গিয়ে হিজলা ফায়ার সার্ভিস ২ ঘণ্টার চেষ্টায় নারীকে উদ্ধার করতে পারেনি। পরে ওই নারীর স্বজনেরা মেঘনায় তল্লাশি করে রাত সাড়ে ৯টার দিকে নারীকে উদ্ধার করে। তাৎক্ষণিক হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত ঘোষণ করেন। 

হিজলা ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল কালাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হলেও ওই নারীকে পাওয়া যায়নি। পরে তাঁর স্বজনের লাশ উদ্ধার করে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫