হোম > সারা দেশ > ভোলা

নিখোঁজের ৬ ঘণ্টা পর মেঘনায় জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে নিখোঁজের ছয় ঘণ্টা পর মহিউদ্দিন নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শুক্রবার বেলা ২টায় উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুরসংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। আজ সকালে ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে এসে নৌকা নোঙর করার পর পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন। এর আগে একই স্থানে সকাল ৮টায় নোঙর করা অবস্থায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি ইসমাইল মাঝি জানান, সকাল ৮টায় মাছ ধরে আলমপুরসংলগ্ন ঘাটে নৌকা নোঙর করে রাখেন। তাঁরা নৌকা থেকে নেমে পড়লেও জেলে মহিউদ্দিন নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। বেলা ২টায় একই স্থানে তাঁর লাশ ভেসে ওঠে। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

খবরের সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির আজ বিকেলে আজকের পত্রিকাকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে জেলের লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক