হোম > সারা দেশ > ঝালকাঠি

নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি  

সুগন্ধা নদীর তীরে লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে মোছলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) সকাল ১০টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনসের সামনে সুগন্ধা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।  

তিনি ভোলা লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিক নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলেউদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল এক ঘণ্টা সন্ধান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যাই। এখানে ডুবুরি টিম না থাকায় বরিশাল নৌ ফায়ার স্টেশন থেকে ডুবুরি সদস্যদের নিয়ে এসে উদ্ধারকার্য পরিচালনা করা হয়। ঘণ্টাখানেক পরে নদী থেকে নিখোঁজ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা ভোলা থেকে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে