হোম > সারা দেশ > ঝালকাঠি

নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি  

সুগন্ধা নদীর তীরে লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে মোছলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) সকাল ১০টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনসের সামনে সুগন্ধা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।  

তিনি ভোলা লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিক নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলেউদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল এক ঘণ্টা সন্ধান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যাই। এখানে ডুবুরি টিম না থাকায় বরিশাল নৌ ফায়ার স্টেশন থেকে ডুবুরি সদস্যদের নিয়ে এসে উদ্ধারকার্য পরিচালনা করা হয়। ঘণ্টাখানেক পরে নদী থেকে নিখোঁজ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা ভোলা থেকে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা