হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের ১৯ মামলায় জরিমানা আদায়

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর) 

কাউখালীতে দ্বিতীয় দফা কঠোর লকডাউনের প্রথম দিনে আজ শুক্রবার ২৩ জুলাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আজ কঠোরভাবে লকডাউন পালনে চেষ্টা করেছে প্রশাসন। সরকারি বিধিনিষেধ অমান্য করায় অনেককে জরিমানা করা হয়। 

আজ উপজেলার কোথাও তেমন কোন দোকানপাট খোলা ছিল না। রাস্তা-ঘাটে প্রয়োজন ছাড়া লোকজন দেখা যায়নি। উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে। অব্যাহত ছিল উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ। লকডাউনের সময় ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চাইলে গৃহবন্দী মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এবং সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি বিভিন্ন পয়েন্টে আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানা এবং লকডাউনের নিষেধাজ্ঞা না মেনে গাড়ি চালানোর অপরাধে ১৪টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। অপরদিকে সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি আজ ৫টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ