হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে কিটের সংকটে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিটের সংকটে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকায় রোগীরা ছুটছেন ক্লিনিকগুলোতে। এই সুযোগে ক্লিনিকগুলো ডেঙ্গু পরীক্ষার বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। 

সরকারি হাসপাতালের তুলনায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় রোগীদের কয়েক গুণ বেশি টাকা খরচ হচ্ছে। টাকার অভাবে অনেক রোগী পরীক্ষা করাতে পারছেন না। সরবরাহ না থাকায় হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তা। 

তবে রোগীদের অভিযোগ, ক্লিনিক ব্যবসা ধরে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরীক্ষার কিট সংগ্রহে গড়িমসি করছে। 

জানা গেছে, চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ জ্বরের ক্ষেত্রে রোগীদের ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকেরা। জুলাই মাসে মুলাদী উপজেলায় সাধারণ জ্বর ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়।

রোগীরা জানান, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৬০ টাকা নেওয়া হতো। সেখানে বন্ধ হওয়ায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় নিচ্ছে ১ হাজার টাকা।

উপজেলার চরমালিয়া গ্রামের রেজাউল সিকদার জানান, গত ১৯ জুলাই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য গেলে কিট না থাকার অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ পরে গত বৃহস্পতিবার মেয়ের ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে গেলে জানানো হয় কিট নেই।। দীর্ঘদিন ধরে কিট না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না। 

অভিযোগের বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, ডেঙ্গু পরীক্ষার কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। কবে নাগাদ কিট পাওয়া যাবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। কিট এলেই হাসপাতালে পুনরায় পরীক্ষা শুরু হবে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা