হোম > সারা দেশ > পটুয়াখালী

নিষেধাজ্ঞার আগের রাতে মাইকিং করে ইলিশ বিক্রি, বাজারে ক্রেতাদের ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মা ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এ কারণে বিক্রির শেষ দিন হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিটি ইলিশের বাজারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করেন ক্রেতারা। তবে বিক্রেতারা বাজারে ইলিশের পসরা সাজিয়ে বসলেও দাম অনেকটাই বেশি বলে দাবি ক্রেতাদের।

বৃহস্পতিবার রাত ১১টায় কলাপাড়া পৌর শহরের সদর রাস্তায় গিয়ে দেখা যায়, বিভিন্ন সাইজের ইলিশসহ অন্যান্য মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মাইকিং করে দাম হাঁকাচ্ছেন এবং ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তাঁরা। প্রতি দুই কেজি ওজনের ইলিশ ২২০০ টাকা দরে, দেড় কেজি ওজনের ১৬০০ টাকা দরে, ১ কেজি ওজনের ১২০০ টাকা দরে, ৮০০ গ্রামের ইলিশ ১ হাজার টাকা ও জাটকা ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৪০০ টাকা কেজি দরে। দাম বেশি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। তবে ইলিশের আহরণ কম থাকায় দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

ইলিশ কিনতে আসা সাব্বির আহমেদ বলেন, ভেবেছিলাম শেষ দিকে ইলিশের দাম কম থাকবে। কিন্তু এত দাম হাঁকাচ্ছে, যার ফলে আর কেনা হলো না।’

অপর ক্রেতা আনিসুল ইসলাম বলেন, ‘বড় ইলিশ কিনতে এসেছিলাম। ইলিশের তো দাম বেশি করে চাইছে। তাই অন্য কিছু সামুদ্রিক মাছ এবং ছোট সাইজের কিছু ইলিশ কিনেছি।’

এ বিষয়ে মাছ ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ‘সমুদ্রে মাছ কম আটকা পড়ায় ইলিশের দাম কিছুটা বেশি হলেও সেটা ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে।’ 

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস