হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় দেখা মিলল মেলো মেলো প্রজাতির শামুক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে বড় আকারের মেলো মেলো প্রজাতির শামুকের দেখা মিলেছে। এক একটি শামুকের ওজন এক থেকে দেড় কেজি। 

গতকাল শনিবার সন্ধ্যায় বেল্লাল ভাইয়ের ফ্রাই মার্কেট নামে একটি দোকানে এসব শামুক দেখা যায়। শামুকগুলো এক নজর দেখতে ভিড় জমান পর্যটকেরা। এ সময় কয়েকজন পর্যটক এসব শামুক ১ হাজার টাকা কেজি হিসেবে খাওয়ার জন্য ক্রয় করেন। 

ফিশ ফ্রাই মার্কেটের দোকানি বেল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার বিকেলে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজি হিসেবে এগুলো ক্রয় করে নিয়ে আসেন। এগুলো আগে কখনো বিক্রি করিনি’

জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি আজকের পত্রিকাকে বলেন, ‘এটার বৈজ্ঞানিক নাম মেলো মেলো। সাধারণ নাম বেইলার শেল। এটি খুব বড় ভোজ্য সামুদ্রিক শামুক। বিভিন্ন দেশের খাবারের তালিকায় এটা বেশ প্রসিদ্ধ। এটা সামুদ্রিক প্রজাতির হলেও সচরাচর কম পাওয়া যায়। এ প্রজাতির শামুক ভারত ও মিয়ানমারে পাওয়া যায়। বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে কিছু পাওয়া গেলেও আমাদের এ অঞ্চলে এগুলো একদমই কম।’ 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘এসব শামুক সাধারণত এই উপকূলীয় এলাকায় দেখা মেলে না। এসব শামুক গভীর সমুদ্রে বিচরণ করে।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫