হোম > সারা দেশ > বরিশাল

‘বিএনপি অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চায়’ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, বিএনপি অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চায়। নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। কিন্তু বিএনপি অন্য ভাষায় সরকারকে পদত্যাগ করতে বলছে। এটা মানা যায় না। 

আজ শনিবার বিকেলে বাকেরগঞ্জের কামারখালীতে আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জাসদের দাড়িয়াল ইউনিয়ন শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাসদের দাড়িয়াল ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম।

শিরীন আখতার বলেন, আগামী নির্বাচনকে আমরা যুদ্ধের চোখে দেখছি। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ এই দুই গোষ্ঠী যেভাবে বেড়ে উঠছে তা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় বাংলাদেশের কারাগারে কোনো আলেম নেই বলেও উল্লেখ করেন জাসদের এই নেত্রী। 

জাসদের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ১৪ দল অটুট থাকবে। আমিও মনে করি এই ১৪ দলকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। উপস্থিত ছিলেন জাসদের জেলা সভাপতি মো. আব্দুল হাই মাহবুব, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, এনায়েত হোসেন খান ছানা, আফজাল হোসেন বাচ্চু প্রমুখ। সম্মেলনে বিপুল পরিমাণ নেতা-কমী অংশগ্রহণ করেন। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা