হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি ববির শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবিতে আজ রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহনব্যবস্থার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘ ৩৪ দিন ধরে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি, মহাসড়ক অবরোধ করে আসছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউসিসি) বা সংস্থাটির কোনো প্রতিনিধি এ বিষয়ে এখনো যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নিচতলায় আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ইউজিসির কোনো প্রতিনিধি যদি যোগাযোগ না করেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল-পটুয়াখালী মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।

মহাসড়কটি বরিশালের সঙ্গে পটুয়াখালী, ভোলা ও বরগুনা—এই তিন জেলার যোগাযোগের মাধ্যম।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের (ফেজ) অবকাঠামোগত উন্নয়নের জন্য যে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি টেস্ট) বাজেট পাস হয়েছে, তা উল্লেখিত ৯ মাসের পরিবর্তে ৩ মাসে শেষ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) বাজেট উত্থাপন করে দ্রুত পাস করতে হবে।

জমি অধিগ্রহণের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যাম্পাসের আশপাশের এলাকা বসতবাড়িতে পূর্ণ হয়ে যাচ্ছে। পরে জমি অধিগ্রহণ করতে আরও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ জন্য অতি দ্রুত সময়ের মধ্যে ১৫০ একর জমি ক্যাম্পাসের আশপাশ থেকে অধিগ্রহণ করার একটা যৌক্তিক পরিকল্পনাসহ প্রজ্ঞাপন জারি করতে হবে। এ ছাড়া যত দিন পর্যন্ত নিজস্ব পরিবহন কেনা না হবে, তত দিন বিআরটিসির পরিবহন দিয়ে শতভাগ পরিবহন নিশ্চিত করতে হবে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা