হোম > সারা দেশ > বরিশাল

কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, সচেতন থাকার পরামর্শ 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এতে ব্যবহার করা হচ্ছে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও সরকারি কর্মকর্তাদের নাম। এই অবস্থায় প্রশাসন সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

কয়েকজন ভুক্তভোগী জানান, কয়েক দিন আগে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বর্তমান এমপি এস এম শাহজাদার পরিচয় দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়া ও হজে নেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করে আসছে একটি চক্র। অনেকে চাকরি ও হজে যেতে ইচ্ছুক হয়ে ওই চক্রের দেওয়া নগদ ও বিকাশের নম্বরে টাকা পাঠিয়েছেন।

এদিকে দশমিনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমানকে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা দাবি করা হয় জেলার বিশেষ শাখার (ডিএসবি) পরিচয় দিয়ে। টাকা না দিলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নামে-বেনামে ভুয়া টাকা আত্মসাৎ করার কথা ফাঁস করে দেবে এবং দুর্নীতি দমন কমিশনে (দুদকে) মামলা দেবে বলে হুমকি দেওয়া হয়। তিনি টাকা নিতে ওই চক্রের সদস্যকে সামনা-সামনি আসতে বললে গালিগালাজ করে মোবাইল ফোন কেটে দেয়।

দশমিনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে কর্মরত বশির বলেন, ‘আমাকে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয়ে বলে আপনার মোবাইল ফোনে ২০ হাজার টাকা গিয়াছে ত্বরিত ফেরত দিন, মোবাইলের কল কাটবেন না বিকাশের দোকানে গিয়া টাকা বিকাশ করে দিয়া তারপর ফোন কাটবেন। বশির থানার ওসির পরিচয় পেয়ে সামনের বিকাশের দোকান থেকে ২০ হাজার টাকা তাঁর দেওয়া নগদ নম্বরে পাঠান। পরে বশির দেখেন তাঁর বিকাশ নম্বরে যে ২০ হাজার টাকার মেসেজ আসছে তা ভুয়া। পরে সেই নম্বরে কল দেওয়া হলে গালিগালাজ করে।’

দশমিনা থানার ওসি নূরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমার ফেসবুক আইডি থেকে প্রতারক চক্রের থেকে সাবধান থাকার জন্য বলি। দশমিনা উপজেলা কৃষি অফিসের একজন উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং প্রতারক চক্রকে ধরার চেষ্টা চলছে।’ সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

এমপি এস এম শাহজাদা আজকের পত্রিকাকে বলেন, নাম ব্যবহার করে হজে নেওয়ার কথা বলে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে এবং চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন অভিভাবকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছে একটি প্রতারক চক্র। এই চক্র থেকে সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন তিনি।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫