হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে মুখে লাল কাপড় বেঁধে আইনজীবী ফোরামের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি এবং অবৈধভাবে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী আইনজীবী সমিতির অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভবনের সামনে মুখে লাল কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন ফোরামের সদস্যসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

মানববন্ধনে বক্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গুলির তীব্র নিন্দা জানান। তা ছাড়া কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি সরকারের পদত্যাগের দাবি জানান তাঁরা।

জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ মো. সালাউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ