হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলায় রাস্তার পাশে রাখা মরিয়ম-ফাতেমা নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আইচা গ্রামে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাসের মালিক হাবিবুর রহমান সোহেল বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানান ওসি।

চর আইচা গ্রামের এআরখান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বাসটি থামানো ছিল। হঠাৎ করে ভোরে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান।

বাসের মালিক হাবিবুর রহমান সোহেল জানান, আগুনে বাসের সিট ও সিলিং পুড়ে গেছে। শুধু কাঠামোটি রয়েছে। বাসটি পুনরায় চলাচলের উপযোগী করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। 

বাসটি কীর্তনখোলা নদীর পূর্ব পাড়ে চর কাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জ ও ডিসি রোড রুটে চলাচল করত। বাসে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, রাস্তার পাশে রাখা বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ