হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলায় রাস্তার পাশে রাখা মরিয়ম-ফাতেমা নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আইচা গ্রামে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাসের মালিক হাবিবুর রহমান সোহেল বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানান ওসি।

চর আইচা গ্রামের এআরখান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বাসটি থামানো ছিল। হঠাৎ করে ভোরে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান।

বাসের মালিক হাবিবুর রহমান সোহেল জানান, আগুনে বাসের সিট ও সিলিং পুড়ে গেছে। শুধু কাঠামোটি রয়েছে। বাসটি পুনরায় চলাচলের উপযোগী করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। 

বাসটি কীর্তনখোলা নদীর পূর্ব পাড়ে চর কাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জ ও ডিসি রোড রুটে চলাচল করত। বাসে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, রাস্তার পাশে রাখা বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫