হোম > সারা দেশ > পিরোজপুর

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য বরিশাল নগরের হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ঈদুল আজহার নামাজের প্রধান জামাত আগামী শনিবার সকাল সাড়ে ৭টায় নগরের হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মুসল্লিরা প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। নগরের তিনটি মসজিদে ঈদের জামাত দুটি করে হবে। এ ছাড়া ঈদের বৃহৎ দুটি জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই মাদ্রাসা ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা মাদ্রাসা প্রাঙ্গণে।

নগরের বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। জামে কসাই মসজিদেও সকাল ৮টায় ও ৯টায়। তবে এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়।

বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ জামাত হবে চরমোনাই মাদ্রাসায়। চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম জানান, চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অপর বৃহৎ জামাত পিরোজপুরের ছারছীনা মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এদিকে নেছারাবাদ কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মোহাম্মাদ মাহাবুবুর রহমান জানান, ঝালকাঠির নেছারাবাদ জামে মসজিদে (কায়েদ সাব হুজুরবাড়ি) ঈদের জামাত হবে সকাল ৮টায়। উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে বলে জানান সেখানকার দায়িত্বপ্রাপ্ত ইমাম সিদ্দিকুর রহমান।

জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের তথ্যমতে, মহানগরে সাড়ে ৫০০ মসজিদের মধ্যে তিন শতাধিক মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর