হোম > সারা দেশ > পটুয়াখালী

১৭ ঘণ্টা নিখোঁজ কিশোরীকে মোবাইল টাওয়ারের চূড়া থেকে উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মোবাইল টাওয়ারের চূড়া থেকে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

১৭ ঘণ্টা নিখোঁজের পর পটুয়াখালীর দশমিনায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৫) মোবাইল ফোনের টাওয়ার থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। আজ রোববার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ওই কিশোরী উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বাসিন্দা ও মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের সদস্যেরা জানান। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরী মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় চলে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় সে ঘর থেকে বের হয়ে যায়। পরিবারের সদস্যেরা অনেক খোঁজাখুঁজি কারে না পেয়ে রাত ৯টার দিকে মাইকে প্রচার করেন।

আজ বেলা ১১টার দিকে জনৈক ব্যক্তি বেতাগী বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ফোনের টাওয়ারের চূড়ায় কাউকে বসে থাকতে দেখেন। এলাকার লোকজনকে জানালে তাঁরা দশমিনা ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

কিশোরীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে জিন-পরী আছে, মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এর আগে মাদারগাছ ও বটগাছ থেকে বহুবার উদ্ধার করেছি। এ ছাড়া অনেকবার নিখোঁজ হয়েছে, সাত-আট দিন পর বাউফল ও গলাচিপা থেকে উদ্ধার করেছি।’

দশমিনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অধিনায়ক আনোয়ার হোসেন বলেন, ‘আজ বেলা ১১টা ১৫ মিনিটের সময় ৯৯৯ ও স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালাই। বৃষ্টির কারণে আমাদের উদ্ধারকাজে সমস্যা হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ওই কিশোরীকে উদ্ধার করি।

উদ্ধারকাজে কিশোরীর চাচার সহযোগিতা নিই। আমাদের পোশাক দেখে কিশোরী টাওয়ার থেকে লাফ দিতে পারে, তাই তার চাচাকে আগে পাঠাই পেছনে আমাদের টিমের সদস্য ওঠে। তার চাচা তাকে ধরার পর নিচে নেমে আসে। পরে পরিবারের কাছে হস্তান্তর করি। ওই কিশোরী এখন সুস্থ আছে।’

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক