ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে ৫০০ টাকা চুরির অপবাদে সিয়াম (১২) নামে এক কিশোর ও তার মা শাহীনা বেগমকে (৩৫) কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বোরহানউদ্দিন থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযুক্তরা হলেন একই এলাকার মো. মিন্টু মিয়া, তাঁর ছেলে মো. জুয়েল, মো. রাকিব ও মেয়ে রুনা বেগম।
ভুক্তভোগী শাহীনা বেগম ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পূর্বশত্রুতার জের ধরে ৫০০ টাকা চুরির অপবাদে শাহীনা বেগমের ছেলে সিয়ামকে রাস্তা থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্তরা। পরে তাঁর চিৎকার শুনে শাহীনা বেগম ছুটে গেলে তাঁকে এলোপাতাড়ি মারধর ও বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
অভিযোগপত্রে শাহীনা বেগম আরও উল্লেখ করেন, অভিযুক্তেরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন এবং তাঁর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেন, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে স্বজনেরা গিয়ে তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। অভিযুক্তদের থানায় ডেকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’