হোম > সারা দেশ > বরগুনা

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কান্না, ‘হারা জীবনের কামাই সব পুইর‌্যা গ্যাছে’

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। উপজেলার সদর ইউনিয়নের মাইঠা বাজারে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মিলন গাজীর মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তাঁরা ডাকাডাকি শুনে বাজারে গিয়ে দেখেন আগুন জ্বলছে। তখন তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিলন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর সব শ্যাস অইয়্যা গ্যাছে। হারা জীবন য্যা কামাই হরছি সব আগুনে পুইর‌্যা গ্যাছে। মোর পথে বসা ছাড়া আর উপায় নেই। মুই অ্যাহন গুড়াগাড়া লইয়্যা ক্যামনে সোংসার চালামু হেইয়্যাই কইতে পারি না।’

আরেক ব্যবসায়ী রুহুল আমিন খন্দকার বলেন, ‘জীবনে যা আয় করেছি, তা এক নিমেষেই শেষ হয়ে গেছে। বাজারের সাত ব্যবসায়ীর অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা বলেন, ‘আগুনে বাজারের অর্ধেক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের পথে বসা ছাড়া উপায় নেই।’

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা