হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ২০০টি ইয়াবাসহ কক্সবাজারের বাসিন্দা আটক

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনায় ইয়াবা বড়ি বিক্রেতা স্বামীকে ধরতে না পেরে তাঁর স্ত্রীসহ আরও একজনকে আটক করেছে বামনা থানা-পুলিশ। আটককৃতরা হলেন সোনাখালী গ্রামের হারুন চৌকিদারের পুত্রবধূ হেনারা বেগম (৩৫) এবং কক্সবাজার জেলার ফকিরের হাট থানার মো. আবুল কাসেমের ছেলে মো. ওসমান গনী (৪৩)।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের হারুন চৌকিদারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

থানা সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ইয়াবা সম্রাট নামে খ্যাত খোকন চৌকিদারের বাসায় বড় ধরনের একটি ইয়াবা চালান ঢুকেছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে খোকন কৌশলে পালিয়ে যান। এ সময় ওই বাড়িতে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা মো. ওসমান গনীর কাছ থেকে ১৫০টি ও খোকনের স্ত্রী হেনারা বেগমের কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরবর্তীকালে এই দুজনকে আটক করে বামনা থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘অভিযান চালিয়ে আসামিদের ধরতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আজ মঙ্গলবার বরগুনা আদালতে পাঠানো হয়েছে।’

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা