হোম > সারা দেশ > বরগুনা

ডাকাত সন্দেহে ২ যুবক আটক, মোটরসাইকেলে আগুন

বরগুনা সংবাদদাতা

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে আটক দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উপজেলার মধ্য আমতলী গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই যুবক হলেন আমতলী গ্রামের মো. শামিম হোসেন রাকিব (২২) ও পূর্ব সফিপুরের মো. হাসান আলী (২১)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে বামনা থানায় মামলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মধ্য আমতলী গ্রামের শহিদুল বক্সের একটি পরিত্যক্ত ঘরে শামিম ও হাসান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকা পাহারা দেওয়া স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই ঘর ঘিরে ফেলে। পরে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি হচ্ছে। এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে রাতে পাহারা দেওয়া শুরু করেছেন।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘আমরা ডাকাতি রোধে টহল বাড়িয়েছি। প্রতিটি গ্রামে নাগরিক পাহারা বসিয়েছি। ওই দুই যুবকের নামে চুরির প্রস্তুতির মামলা নিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।’

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ