হোম > সারা দেশ > বরগুনা

ডাকাত সন্দেহে ২ যুবক আটক, মোটরসাইকেলে আগুন

বরগুনা সংবাদদাতা

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে আটক দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উপজেলার মধ্য আমতলী গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই যুবক হলেন আমতলী গ্রামের মো. শামিম হোসেন রাকিব (২২) ও পূর্ব সফিপুরের মো. হাসান আলী (২১)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে বামনা থানায় মামলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মধ্য আমতলী গ্রামের শহিদুল বক্সের একটি পরিত্যক্ত ঘরে শামিম ও হাসান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকা পাহারা দেওয়া স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই ঘর ঘিরে ফেলে। পরে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি হচ্ছে। এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে রাতে পাহারা দেওয়া শুরু করেছেন।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘আমরা ডাকাতি রোধে টহল বাড়িয়েছি। প্রতিটি গ্রামে নাগরিক পাহারা বসিয়েছি। ওই দুই যুবকের নামে চুরির প্রস্তুতির মামলা নিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা