হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে মরা গাছ কাটার অনুমতি এনে জীবিত গাছ কর্তন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মরা গাছ কাটার অনুমতি এনে জীবিত গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গগন খাঁ এলাকার স্থানীয় হানিফ মিয়া এমন অভিযোগ করেন। 

জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গগন খাঁ এলাকায় পানি উন্নয়র বোর্ড (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। ওই বাঁধ এলাকায় আমতলী উপজেলা বন বিভাগ সবুজ বেষ্টনী প্রকল্পে গত ৩০ বছর আগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। এসব গাছ বর্তমানে বড় হয়েছে। ওই গাছের মধ্যে চারটি আকাশমণি গাছ ইতিমধ্যে মারা গেছে। ওই চারটি মরা গাছ কর্তন করতে স্থানীয় জহির প্যাদা ও আক্কাস ব্যাপারী বন বিভাগ কর্তৃপক্ষের অনুমতি আনেন। 

তবে চারটি মরা গাছ কর্তনের পাশাপাশি জহির প্যাদা ও আক্কাস ব্যাপারী বেশ কয়েকটি বড় জীবিত গাছ কর্তন করেছেন। 

স্থানীয়রা বলেন, ঘুষের বিনিময়ে স্থানীয় বন দস্যুরা বন বিভাগ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি এনে বেশ কিছু গাছ কেটে ফেলেছে। কেউ জানতে চাইলে তাঁরা বন বিভাগের অনুমতি এনে গাছ কাটার কথা বলছেন। 

এ বিষয়ে জহির প্যাদা বলেন, ‘বন বিভাগ অনুমতি দিয়েছে তাই গাছ কেটেছি।’ তবে জীবিত গাছ কাটার অনুমতি পেয়েছেন কি না জানতে চাইলে— তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। 

আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. ফিরোজ কবির বলেন, ‘মরা গাছ কাটার অনুমতি দিয়েছি। জীবিত গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি।’
 
বিভাগীয় পটুয়াখালী বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা