হোম > সারা দেশ > বরিশাল

৬ লেনের সড়ক ও বিশেষায়িত হাসপাতালের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

৬ লেনের রাস্তা নির্মাণ ও বিশেষায়িত হাসপাতালের দাবিতে বরিশালে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বলেন, ভাঙ্গা হতে পর্যটনকেন্দ্র কুয়াকাটা পর্যন্ত দুই লেনের সংকীর্ণ রাস্তা থাকার কারণে এই সড়কে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে। জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়িতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে।

মহাসড়কটি অত্যন্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা থেকে বরিশাল পৌঁছাতে চার ঘণ্টার অধিক সময় ব্যয় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারছে না। পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেষ্ট ব্যাঘাত ঘটছে।

বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানাচ্ছি। কেননা এ অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তী, সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ প্রমুখ।

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক