হোম > সারা দেশ > বরিশাল

৬ লেনের সড়ক ও বিশেষায়িত হাসপাতালের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

৬ লেনের রাস্তা নির্মাণ ও বিশেষায়িত হাসপাতালের দাবিতে বরিশালে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বলেন, ভাঙ্গা হতে পর্যটনকেন্দ্র কুয়াকাটা পর্যন্ত দুই লেনের সংকীর্ণ রাস্তা থাকার কারণে এই সড়কে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে। জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়িতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে।

মহাসড়কটি অত্যন্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা থেকে বরিশাল পৌঁছাতে চার ঘণ্টার অধিক সময় ব্যয় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারছে না। পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেষ্ট ব্যাঘাত ঘটছে।

বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানাচ্ছি। কেননা এ অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তী, সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ প্রমুখ।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম