হোম > সারা দেশ > বরিশাল

কীর্তনখোলায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে রুবেল ও মান্নানের নাম জানা গেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। সেই তেলের ড্রামের ওপর মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর এক ব্যক্তির শরীরে আগুন ধরে গেলে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটেছে। তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন চারজন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫