হোম > সারা দেশ > বরিশাল

কীর্তনখোলায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে রুবেল ও মান্নানের নাম জানা গেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। সেই তেলের ড্রামের ওপর মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর এক ব্যক্তির শরীরে আগুন ধরে গেলে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটেছে। তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন চারজন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ