হোম > সারা দেশ > বরিশাল

গজারিয়া নদীতে ভেসে উঠল দুই বোনের লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দুই বোনের লাশ আজ শুক্রবার নদী থেকে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে নিখোঁজের দুই দিন পর দুই বোনের লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে লাশ দুটি নদীতে ভেসে উঠলে নৌ পুলিশ তা উদ্ধার করে।

দুই বোন হলো জয়নগর ইউনিয়নের রফিকুল ইসলাম সরদারের মেয়ে রাইসা (১২) ও ঢাকার গেন্ডারিয়া এলাকার জসিম ব্যাপারীর মেয়ে জান্নাত (১৩)। রাইসা ও জান্নাত সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। গত বুধবার দুপুরে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। স্রোতের টানে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয়।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, গ্রামে নানাবাড়িতে ঈদ করতে পরিবারের সঙ্গে জান্নাত জয়নগরে এসেছিল। গত বুধবার দুপুরে জান্নাত ও রাইসা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গজারিয়া নদীর রহমানের হাট খেয়াঘাট এলাকায় গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে দুজন হারিয়ে যায়।

গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সারা দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। তবে তাদের পাওয়া যায়নি। আজ সকালে দুজনের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা লাশ দুটির পরিচয় নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ মো. এনামুল হক দুই কিশোরীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি; যে কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ