হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ঢাকাগামী ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ড ভ্যান আটকে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

ভোলা সংবাদদাতা

গ্যাসভর্তি কাভার্ড ভ্যান। ছবি: সংগৃহীত

ভোলায় ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ ও গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দি‌য়েছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল শুক্রবার ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানে বি‌ক্ষোভ মিছিল করেন স্থানীয় ছাত্র-জনতা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র রহিম ইসলাম, আতাউর রহমান আরিফ, মো. রাজুসহ বিক্ষোভকারীরা জানান, ভোলায় পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত রয়েছে। যা দিয়ে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে ভোলায় গ্যাসভি‌ত্তিক ভারী শিল্পকারখানা স্থাপন সম্ভব। অথচ ভোলায় প্রাপ্ত সেই গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে ও গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা স্থাপন না করে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো গ্রুপের মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন জোড়ালো হয়ে ওঠে।

তাঁরা আরও জানান, আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রাতে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তায় কাভার্ড ভ্যান আটকে বিক্ষোভ করেন। পরে তাঁরা ভ্যানটি বাস টার্মিনালসংলগ্ন হেলিপ্যাড রোডে নিয়ে রাখেন।

গ্যাসভর্তি কাভার্ড ভ্যান। ছবি: সংগৃহীত

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ আজ শনিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, খবর পে‌য়ে‌ ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। বোতলজাত করা ইন্ট্রাকোর গ্যাসবাহী গাড়ি ঢাকায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ