হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরগুনার তালতলি উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোটরসাইকেল চালক আরাফাত খানকে (২২) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা হাবিব উল্লাহ গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তালতলি উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ সিকদার ও তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার এবং ভাতিজা বায়েজিদ সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত বৃহস্পতিবার তারা কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করতে গেলে মোটরসাইকেল চালক আরাফাত খান বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার রাত ৯টার দিকে আরাফাত খান প্রতিবেশী হাবিব উল্লাহকে সঙ্গে নিয়ে বাজারের দিকে যাওয়ার সময় শহীদ সিকদার ১০-১২ জন সন্ত্রাসীসহ তাদের গতিরোধ করে। এরপর আরাফাতকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় অন্তত ৫০ জন মানুষ এই হামলা দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. রাসেদ মাহমুদ রোকনুজ্জামান আরাফাত খানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হাবিব উল্লাহর বাবা ইলিয়াস হাওলাদার বলেন, ‘আমার ছেলেকেও কুপিয়ে জখম করা হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নিহত আরাফাতের বাবা আব্দুল জলিল খান বলেন, ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের কঠোর বিচার চাই।’

শারিকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক খান জানান, আরাফাত আমার ভাইয়ের ছেলে। পূর্বশত্রুতার জের ধরেই শহীদ সিকদার ও তার ছেলেরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

তালতলী থানার ওসি মো. শাহ জালাল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা