৩৭ দিন কারাভোগের পর বরিশালের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত মঙ্গলবার উচ্চ আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করে মুক্তির নির্দেশ দেন।
বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে পুলিশ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিনের সংঘর্ষে মজিবর রহমান সরোয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হন।