হোম > সারা দেশ > বরিশাল

‘দলই তো সামলাতে পারছেন না, নির্বাচন হলে করবেন কী’

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘যাঁরা নির্বাচনের জন্য মরিয়া, আমি তাঁদের প্রশ্ন করেছিলাম, আপনারা নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে কী করবেন? আমরা লক্ষ করেছি, আপনারা আপনাদের দলীয় লোকদের, নেতা-কর্মীদের, সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, সামলাতে পারছেন না। যদি দলই সামলাতে না পারেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কী কাণ্ড করবেন, তা আমাদের জানা আছে। এ জন্যই নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। আর অবশ্যই জাতীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচনের পর।’ আজ শনিবার বিকেলে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন।

ভারতের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘ভারত সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, এমনিক ঘরবাড়ি, মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। ৫ আগস্ট যখন দেশে অভ্যুত্থান হলো, যখন মুগ্ধর সেই পানি পানি শব্দ আমাদের কানে ভাসছে, হাজার হাজার মানুষ চোখ হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, অবশেষে হাসিনা পালিয়ে গেছে, তখনই আমরা ভারতের দুশমনি আন্দাজ করতে পেরেছি। তারা যেন সুযোগ নিতে না পারে, সে জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় পাহারার দায়িত্ব পালন করেছে। কারণ, আমরা বুঝেছি, ভারতীয় শকুনের চোখ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। সুযোগ পেলেই আন্তর্জাতিকভাবে সংখ্যালঘু ইস্যু সামনে নিয়ে আসবে। অথচ শকুনেরা এখনো দুশমনি করেই যাচ্ছে।’

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক মুহা. আনছার উদ্দীন।

পর্যটক বাড়ছে স্টিমার পিএস মাহসুদে, আশাবাদী বিআইডব্লিউটিসি

বরিশাল বিসিক শিল্পনগরীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু