হোম > সারা দেশ > বরিশাল

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষ নিয়ে তরুণীর অনশন

প্রতিনিধি, হিজলা (প্রতিনিধি)

বরিশালের হিজলা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষ নিয়ে অনশন করছেন এক তরুণী। গত শনিবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। প্রেমিক পলাতক। তাঁর হাত থেকে বিষের শিশি কেড়ে নেওয়া হয়েছে। এখন তিনি তাঁকে মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না এবং অনশন চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন।

জানা গেছে, ঘোষেরচর গ্রামের খোকন বেপারীর ছেলে নবীন বেপারীর সঙ্গে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামের খলিল ঘরামীর মেয়ে নাজমা বেগমের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক। নাজমার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আর নবীন বেপারী মালবাহী ট্রলি চালান।

নাজমা বলেন, ‘নবীন ও আমার প্রেমের সম্পর্কের কথা দুই পরিবারই জানত। নবীনের পরিবার যৌতুক দাবি করলে আমার পরিবার বিয়েতে অসম্মতি জানায়। গত ৩১ জুলাই আমি জানতে পারি, অন্য মেয়ের সঙ্গে নবীনের মা নবীনের বিয়ে ঠিক করেছে। এই খবর পেয়ে আমি বিয়ের দাবিতে নবীনের বাড়িতে আসি। আমাকে যদি নবীনের সঙ্গে বিয়ে দেওয়া না হয় তাহলে আমি এই বাড়ির মধ্যে বিষ পান করে মরে যাব।’

নবীনের মা জাহানারা বেগম বলেন, ‘নবীন ও নাজমার প্রেমের সম্পর্ক আমরা জানতাম। কিন্তু মেয়ের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় অন্য জায়গায় ছেলের বিয়ে ঠিক করেছি। আমি এই মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই না।’

নাজমার বাবা খলিল ঘরামী বলেন, ‘আমার মেয়ে নবীনকে ভালোবাসে। আমরা প্রথমে বিয়েতে সম্মতি দিই, কিন্তু নবীনের পরিবারের পক্ষ থেকে যৌতুক দাবি করায় আমরা বিয়েতে অসম্মতি জানাই।’

এ বিষয়ে হিজলা থানা ওসি (তদন্ত) তারিক হাসান রাসেল বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। যদি মেয়ে থানায় এসে অভিযোগ করেন তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা