হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় সাপের ছোবলে ওঝার মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

সাপের ছোবলে ওঝার মৃত্যু। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সাপের ছোবলে লাল চান কর্মকার (৪৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে সাপ ধরতে গেলে তাঁর বাম হাতে গোখরা সাপ ছোবল দেয়।

লাল চান কর্মকার একই এলাকার জগেন্দ্রনাথ কর্মকারের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় সাপ ধরে খেলা দেখাতেন।  

ইউপি সদস্য বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে শুনতে পান একটি সাপের কথা। ঘটনা শুনে সাপুড়ে লাল চান কর্মকার সাপটি ধরার জন্য ছুটে যান। সাপটি ধরতে গেলে সঙ্গে সঙ্গেই তাঁর হাতে ছোবল দেয়। তখনই তিনি তাঁর পাশে থাকা লোকদের বলেন, ‘এই বুঝি আমার শেষ!’ এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে পাশের উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল গিয়ে সাপের ভ্যাকসিন দেওয়ার আধা ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে সাপুড়ে লাল চান কর্মকারের মৃত্যু হয়।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু