হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় সাপের ছোবলে ওঝার মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

সাপের ছোবলে ওঝার মৃত্যু। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সাপের ছোবলে লাল চান কর্মকার (৪৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে সাপ ধরতে গেলে তাঁর বাম হাতে গোখরা সাপ ছোবল দেয়।

লাল চান কর্মকার একই এলাকার জগেন্দ্রনাথ কর্মকারের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় সাপ ধরে খেলা দেখাতেন।  

ইউপি সদস্য বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে শুনতে পান একটি সাপের কথা। ঘটনা শুনে সাপুড়ে লাল চান কর্মকার সাপটি ধরার জন্য ছুটে যান। সাপটি ধরতে গেলে সঙ্গে সঙ্গেই তাঁর হাতে ছোবল দেয়। তখনই তিনি তাঁর পাশে থাকা লোকদের বলেন, ‘এই বুঝি আমার শেষ!’ এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে পাশের উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল গিয়ে সাপের ভ্যাকসিন দেওয়ার আধা ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে সাপুড়ে লাল চান কর্মকারের মৃত্যু হয়।

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক