হোম > সারা দেশ > বরিশাল

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছবি: সংগৃহীত

বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।

এদিকে শিডিউল জমাদানের শেষ সময় ছিল গতকাল সোমবার বেলা ১টা পর্যন্ত। এতে বিপাকে পড়েছে ইজারা বাগিয়ে নেওয়া চক্রটি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিএনপির নেতারা চাপ দিলেও বিলম্ব হওয়ায় শিডিউল গ্রহণ না করে ১৩ মার্চ শিডিউল জমাদানের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এ নিয়ে ইউএনওর কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জড়ো হলে উত্তেজনা দেখা দেয়।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ছিল শিডিউল বিক্রির শেষ তারিখ। দরপত্র দাখিলের তারিখ ছিল গতকাল বেলা ১টা পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে, ২০টি হাট-বাজার ইজারার বিপরীতে প্রায় ৭০-৮০টি শিডিউল কেনা হয়। কিন্তু গতকাল সকাল থেকেই বিএনপির একটি চক্র সাধারণ ঠিকাদারদের শিডিউল জমাদানে বাধা দেয়। অনেককে ফোন দিয়ে শিডিউল জমা না দিতে চাপ দেওয়া হয়। সবচেয়ে ঝামেলা হয় দুর্গাপুর বাজারের ইজারা নিয়ে। ওই বাজারে একক শিডিউল জমা দেওয়ার চেষ্টা করা হয় হিজলা উপজেলা বিএনপির সভাপতি গফফার তালুকদারের ছেলে শিতল তালুকদারের নামে। প্রতিটি বাজারের বিপরীতে প্রস্তুত প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা অন্যদের শিডিউল নিয়ে নেয়। এভাবে অন্যের শিডিউল সংগ্রহ করতে গিয়ে বেলা ১টা পেরিয়ে গেলে চক্রের শিডিউলগুলো আর জমা দেওয়া হয়নি। যে কারণে শিডিউল জমাদান প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হলে বিপাকে পড়েন বিএনপির নেতা-কর্মীরা।

এ অবস্থায় সময় শেষ হলেও শিডিউল জমা নেওয়ার জন্য ইউএনও কার্যালয়ে জড়ো হয়ে তাঁকে চাপ দেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, যুবদলের সদস্যসচিব আমির হোসেন বাঘা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্যসচিব দুলাল সরদার, ছাত্রদলের আহ্বায়ক মহসীন সিকদার প্রমুখ।

জানতে চাইলে শিডিউল সংগ্রহ করা স্থানীয় ঠিকাদার আরিফ হোসেন বলেন, ‘আমি কিছু জানি না, সাইডে ছিলাম। সিদ্ধান্ত কী হয়েছে জানি না।’ হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদার বলেন, ‘আমার জানা নেই। আমি এলাকাতেই নেই।’

বিএনপির নেতা গাফফারের ছেলে শিতল তালুকদার বলেন, ‘আমি তো চর থেকে আসলাম।’ এ বিষয়ে জানতে হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ানকে ফোন দিলে তিনি ফোন ধরেননি।

তবে যুবদলের সদস্যসচিব আমির হোসেন বাঘা বলেন, ‘সময়মতো জমা দিতে পারিনি। ব্যাংকে টাকা জমা দেওয়া নিয়ে ঝামেলা হয়। তিনিও তাঁর বাজারের ইজারা পেতে গিয়েছিলেন। তবে হাট-বাজারের ইজারা প্রস্তুত করার চেষ্টা হয়েছে, এমনটি সঠিক নয়।’

এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস হোসেন বলেন, ‘বেলা ১টা পর্যন্ত ১ থেকে ২টি শিডিউল জমা পড়ে। পরে আর জমা নেওয়া হয়নি। আমরা আইনের বাইরে যাব না। মঙ্গলবার (আজ) ওপেন করে দেখা হবে কয়টি জমা পড়েছে। পর্যাপ্ত জমা না পড়লে ১৩ মার্চ আরেকটি তারিখে শিডিউল গ্রহণ করা হবে।’

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ