হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে গারুড়িয়া ছাড়া সব ইউনিয়নে নৌকার জয়

প্রতিনিধি

বাকেরগঞ্জ: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়  প্রথম ধাপে ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে বাকেরগঞ্জের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয় পেয়েছেন। তবে একমাত্র গারুড়িয়া ইউনিয়নে জয় পেয়েছেন লাঙ্গলের প্রার্থী এস এম কাইয়ুম খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী এএসএম জুলফিকার হায়দারের সঙ্গে ২২৬৭ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন। কাইয়ুম খান ভোট পেয়েছেন ৬ হাজার ৮৭০।

বাকি ১০ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ীরা হলেন চরাদি ইউনিয়নে শ‌ফিকুল ইসলাম, দাড়িয়াল ইউনিয়নের শহিদুল ইসলাম হাওলাদার, ফরিদপুর ইউনিয়নের শ‌ফিকুর রহমান ও কবাই ইউনিয়নের জ‌হিরুল হক তালুকদার। তাঁরা যথাক্রমে ৬ হাজার ২৭৮, ৫ হাজার ৪৩২, ৪ হাজার ৩৬৬ এবং ৫ হাজার ৩৯ ভোট পেয়েছে। এ ছাড়া নলুয়ায় ফি‌রোজ আলম খান ৩ হাজার ৯২৬, কলসকাঠিতে ফয়সাল ওয়া‌হিদ মুন্না ৬ হাজার ৩৫৪, ভরপাশায় আশ্রাফুজ্জামান খোকন ৮ হাজার ৯৬৬, রঙ্গশ্রীতে ব‌শির উদ্দিন ৭ হাজার ৯৪৪ এবং পাদ্রীশিবপুরে জা‌হিদুল হাসান ৯ হাজার ৬৪৯ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে দুধল ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম মোর্শেদ।

প্রসঙ্গত, বাকেরগঞ্জের বাকি ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে।

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর