হোম > সারা দেশ > বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ জেলে কারাগারে

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

মুলাদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদী থেকে সাত জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা। আজ শনিবার দুপুর ১২টার দিকে নাজিরপুর নৌ-পুলিশের অভিযানে চার জেলে এবং উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযানে তিন জেলেকে গ্রেপ্তার করা হয়। 

এদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল এবং চারজনের নামে নিয়মিত মামলা করেছে নৌ-পুলিশ। 

অভিযানে ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে। 

নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার কারণে চার জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। 

তাঁরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার চরআলিমাবাদ গ্রামের আবুল হোসেন (৩৫), সাহেবরামপুর গ্রামের শাহ জালাল (২৪), মুলাদী উপজেলার আলিমাবাদ গ্রামের বিজয় পাল (২১) এবং সরোয়ার হাওলাদার (২৬)। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান, আজ শনিবার দুপুরে জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরায় চরমালিয়া গ্রামের আব্দুল মোতালেব (১৮), সোহাগ আকন (২২) এবং সেলিমপুর গ্রামের বিল্লাল হোসেনকে (৩৫) আটক করা হয়। 

পরে তাঁদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ইউএনও মো. নিজাম উদ্দীন প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

অভিযানে উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ এমিতখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ২ হাজার মিটার জাল জব্দের পর তা পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা