হোম > সারা দেশ > ভোলা

বৃহস্পতিবার ভোলায় হরতালের ডাক বিএনপির

ভোলা প্রতিনিধি

জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ভোলায় বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি।

আজ বুধবার ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান এ কর্মসূচি ঘোষণা করেন।

নুরে আলমের মৃত্যুর ঘটনায় আজ বুধবার বিকেলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ভোলা জেলা বিএনপির নেতা-কর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় আন্দোলনকারীরা সরকার ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ থেকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর আগামীকাল বৃহস্পতিবার আলম ও রহিম হত্যার বিচার চেয়ে হরতালের ডাক দেন।

বিএনপির হরতালের ঘোষণায় জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছে। এতে শহরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে ছাত্রদল নেতা নুরে আলমের জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জহির উদ্দিন স্বপন, বিলকিস জাহান শিরিন, এ বি এম মোশাররফ হোসেন, হায়দার আলী লেলিনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আসছেন বলে জানিয়েছেন গোলাম নবী আলমগীর। 

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের