হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

রাজেশ কুমার পাল রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।

রাজেশের সঙ্গে বেড়াতে আসা বোনজামাই কমল কুমার পাল জানান, গতকাল শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে তাঁরা একটি আবাসিক হোটেলে ওঠেন। সকালে সবাই সৈকতে গোসল করতে নামেন। এ সময় রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে কমল কুমার পালসহ অন্যরা ডাকচিৎকার করেন। একপর্যায়ে রাজেশ তলিয়ে যান। পরে ট্যুরিস্ট পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপরিদর্শক (এসআই) মো. সবুর মিয়া বলেন, ‘সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে পর্যটক রাজেশ কুমার পালকে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মহিপুর থানার পুলিশের কাছে আমরা তাঁর লাশ হস্তান্তর করি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ বলেন, সমুদ্রে ডুবে যাওয়া এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাঁকে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার