হোম > সারা দেশ > ভোলা

তজুমদ্দিনে ২৪ ঘণ্টায় দুজন ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনে ২৪ ঘণ্টার ব্যবধানে এক বাক্‌প্রতিবন্ধী শিশু এবং এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। থানায় মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা এবং অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন (শুক্রবার) বেলা সাড়ে ১০টার দিকে ১৫ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটির মামা বেড়ানোর কথা বলে তাঁর ভ্যানে করে নিজ বাড়িতে নিয়ে যান। পরিবারের লোকজন তখন অন্যত্র ছিল। এই ফাঁকে বাক্‌ ও মানসিক প্রতিবন্ধী ভাগনিকে ধর্ষণ করেন তিনি। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে।

অপর ঘটনায়, এক যুগলকে আটকে রেখে নারীকে ধর্ষণ করেন দুজন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, উভয় ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়েছে। ভিকটিমদের চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, নারীকে আটকে ধর্ষণের ঘটনায় বেল্লাল (৩৫), মো. সোহেল (২৪) ও আ. রহমান সুমন (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু