হোম > সারা দেশ > পটুয়াখালী

প্রেমের টানে জর্ডান থেকে লঙ্কান যুবক দশমিনায়

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দিলশান ইসলাম ও সুবর্ণা আক্তার। ছবি: সংগৃহীত

প্রেমের টানে জর্ডান থেকে দিলশান মাদুরাঙ্গা (২৬) নামের লঙ্কান এক যুবক পটুয়াখালীর দশমিনায় সুবর্ণা আক্তারের (২৫) বাড়িতে ছুটে এসেছেন। গত বুধবার বাংলাদেশে এলে গতকাল বৃহস্পতিবার তাঁদের বিয়ে হয়। এর আগে দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সুবর্ণা আক্তারের বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া গ্রামে।

সুবর্ণার পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সুবর্ণা আক্তার জর্ডানে পাড়ি জমান। সেখানে একটি গার্মেন্টে কাজ নেন তিনি। একই কারখানায় কাজ করতেন দিলশান মাদুরা। নিজেদের মধ্যে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ অক্টোবর সুবর্ণা বাংলাদেশে আসেন। দেশে এলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।

গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা দশমিনায় সুবর্ণাদের বাড়ি আসেন। দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করে দিলশান ইসলাম নাম ধারণ করেন। পরে গতকাল পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক আবার তাঁদের বিয়ে হয়। খবর পেয়ে সুবর্ণাদের বাড়িতে শত শত লোক দিলশান ইসলামকে দেখার জন্য ভিড় করেন।

দিলশান দিলশান ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন একই গার্মেন্টে কাজ করতাম। সেখানে আমাদের পরিচয়ের পর পাঁচ বছরের সম্পর্ক। আমরা দুই ভাই, এক বোন। দুজনের পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণা আক্তারের বাবা নিজাম উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সুখই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা