হোম > সারা দেশ > পটুয়াখালী

প্রেমের টানে জর্ডান থেকে লঙ্কান যুবক দশমিনায়

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দিলশান ইসলাম ও সুবর্ণা আক্তার। ছবি: সংগৃহীত

প্রেমের টানে জর্ডান থেকে দিলশান মাদুরাঙ্গা (২৬) নামের লঙ্কান এক যুবক পটুয়াখালীর দশমিনায় সুবর্ণা আক্তারের (২৫) বাড়িতে ছুটে এসেছেন। গত বুধবার বাংলাদেশে এলে গতকাল বৃহস্পতিবার তাঁদের বিয়ে হয়। এর আগে দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সুবর্ণা আক্তারের বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া গ্রামে।

সুবর্ণার পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সুবর্ণা আক্তার জর্ডানে পাড়ি জমান। সেখানে একটি গার্মেন্টে কাজ নেন তিনি। একই কারখানায় কাজ করতেন দিলশান মাদুরা। নিজেদের মধ্যে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ অক্টোবর সুবর্ণা বাংলাদেশে আসেন। দেশে এলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।

গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা দশমিনায় সুবর্ণাদের বাড়ি আসেন। দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করে দিলশান ইসলাম নাম ধারণ করেন। পরে গতকাল পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক আবার তাঁদের বিয়ে হয়। খবর পেয়ে সুবর্ণাদের বাড়িতে শত শত লোক দিলশান ইসলামকে দেখার জন্য ভিড় করেন।

দিলশান দিলশান ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন একই গার্মেন্টে কাজ করতাম। সেখানে আমাদের পরিচয়ের পর পাঁচ বছরের সম্পর্ক। আমরা দুই ভাই, এক বোন। দুজনের পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণা আক্তারের বাবা নিজাম উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সুখই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই।’

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর