হোম > সারা দেশ > বরিশাল

বায়তুল মোকাররমে সভা-সমাবেশ নিষিদ্ধের পাঁয়তারা সুখকর হবে না: বরিশালে চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের প্রধান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল কায়েমের চক্রান্ত করছে। তাই খোঁড়া অজুহাতে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার পাঁয়তারা চলছে। এর পরিণতি সরকারে জন্য সুখকর হবে না।’ 

চরমোনাই দরবারে ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আজ বৃহস্পতিবার দুপুরে ওলামা-মাশায়েখ মহাসমাবেশে সৈয়দ রেজাউল করীম একথা বলেন। 

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘সরকার বিরোধী দলসহ ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বায়তুল মোকাররমে সভা-সমাবেশ নিষিদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে।’ 

মাহফিলে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। দেশ ও ইসলাম রক্ষায় বৃহত্তর ঐক্যের বিকল্প নেই। চরমোনাই পীরের নেতৃত্বে ঐক্যের ডাক দেওয়ার আহ্বান জানানো হয়। 

মহাসমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, নুরুল হুদা ফায়েজী, নায়েবে আমীর আবদুল হক আজাদ, মহাসচিব মাওলানা ইউনুস আহম্মদ ও যুগ্ন মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ। 

মাহফিলের মিডিয়া সেল থেকে জানানো হয়, কাল শুক্রবার জুম্মার নামাজের আগে মাহফিল প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পরের দিন শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে ৩ দিনের মাহফিল শেষ হবে। 

মাহফিলে আগতদের মধ্যে এ পর্যন্ত ২ জন মুসল্লি বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছেন বলে জানিয়েছে মিডিয়া সেল।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু