হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশাল নগরীতে ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর প্যারারা রোডে মোমিন খাবার ঘরের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজন প্যারারা রোডের মমিন খাবার ঘরে চাকরি করত। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা সুজন হোটেলের পেছনের বাড়ির একটি কক্ষে ভাড়ায় বসবাস করত।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলামিন জানান, শিশু সুজন বেলা ১১টার দিকে গোসল করে হোটেলে কাজে যোগ দিতে বের হচ্ছিল। তখন আগে থেকেই একটি ছেঁড়া তার পড়ে গেট বিদ্যুতায়িত হয়েছিল। সুজন গেট খুলতে গেলেই বিদ্যুতায়িত হয়ে আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মমিন খাবার ঘরের মালিক নূর আলম বলেন, ‘বাউফলের বাসিন্দা সুজন ৯ হাজার টাকা বেতনে ৯ মাস আগে আমার এখানে কাজে যোগ দিয়েছিল। বেতনের টাকায় তার মা-বাবার পাশাপাশি সে ব্যক্তিগত খরচ বহন করত। তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। লাশ এখন শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই।’ খোঁজখবর নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ