হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশাল নগরীতে ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর প্যারারা রোডে মোমিন খাবার ঘরের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজন প্যারারা রোডের মমিন খাবার ঘরে চাকরি করত। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা সুজন হোটেলের পেছনের বাড়ির একটি কক্ষে ভাড়ায় বসবাস করত।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলামিন জানান, শিশু সুজন বেলা ১১টার দিকে গোসল করে হোটেলে কাজে যোগ দিতে বের হচ্ছিল। তখন আগে থেকেই একটি ছেঁড়া তার পড়ে গেট বিদ্যুতায়িত হয়েছিল। সুজন গেট খুলতে গেলেই বিদ্যুতায়িত হয়ে আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মমিন খাবার ঘরের মালিক নূর আলম বলেন, ‘বাউফলের বাসিন্দা সুজন ৯ হাজার টাকা বেতনে ৯ মাস আগে আমার এখানে কাজে যোগ দিয়েছিল। বেতনের টাকায় তার মা-বাবার পাশাপাশি সে ব্যক্তিগত খরচ বহন করত। তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। লাশ এখন শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই।’ খোঁজখবর নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক