হোম > সারা দেশ > পটুয়াখালী

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

গ্রেপ্তার মো. ফিরোজ । ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমণি ইউনিয়নের রহমতনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. ফিরোজ বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের কবিরকাঠি গ্রামের বাসিন্দা মজিদ হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, ২০০৩ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আসামি ফিরোজ ভিকটিমকে কুপিয়ে জখম করেন এবং পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন। ২০০৭ সালে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানার আদেশ দেন। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক