হোম > সারা দেশ > বরিশাল

আমার যে পরিমাণ সাদা টাকা আছে, আপনাদের সে পরিমাণ টাকা নেই: মহিউদ্দীন মহারাজ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ (ঈগল প্রতীক) পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি বলেছেন, আমার কালো টাকা। আমার ইনকাম ট্যাক্স ফাইল দেখেন। আমি সরকারকে কী পরিমাণ কর দেই। আমার টাকা সাদা। আমার যে পরিমাণ সাদা টাকা আছে; আপনাদের সেই পরিমাণ টাকা নেই। আমি আপনাদের টাকা কালো বলব না; বলব ময়লা। সুতরাং আমি বলব, আপনাদের টাকা ময়লা আর আমার টাকা সাদা কচকচ করে।’ 

গতকাল বুধবার বিকেলে উপজেলার অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি মাঠে উপস্থিত তাঁর কয়েক হাজার কর্মী-সমর্থককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আগামী সাত জানুয়ারি পর্যন্ত আমার নির্বাচনী ঈগল প্রতীক পাহারা দেন, বিনিময়ে আমি আপনাদের পাঁচ বছর পাহারা দিয়ে রাখব।’ 

মহিউদ্দীন মহারাজ অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেন, ‘নৌকার বিপক্ষে কাজ করলে, আপনি বলেছেন, তাদের বহিষ্কার করবেন। সেই ক্ষমতা আপনার নেই। কারণ, আপনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর আমি যুগ্ম-সাধারণ সম্পাদক। আপনি আমাকে বহিষ্কার করলে আমিও আপনাকে বহিষ্কার করতে পারি। তাই ওই সব কথা বলে লাভ হবে না। নেছারাবাদের মানুষ কোনো সংঘাত চায় না। তারা উন্নয়ন চায়।’ 

স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমীন পারভেজের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, জলাবাড়ী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার প্রমুখ। 

উল্লেখ্য, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা মার্কা) প্রতীকে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজ। গত মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা মাঠে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। সেখানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস বলেন, ‘যাহারা নৌকার বিপক্ষে কাজ করে প্রয়োজনে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। দলের কোনো কোনো নেতা কালো টাকার মোহে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজের পক্ষে কাজ করছে।’ মূলত এরই ধারাবাহিকতায় বুধবার স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহ

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক